সাময়িকী.কম
ফাইল ফটো 

পিনাক-৬ এর নিখোঁজ যাত্রীদের মধ্যে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৪০ জনের লাশ। এখন পর্যন্ত সন্ধান মেলেনি ডুবে যাওয়া লঞ্চ পিনাক-৬ এর।

শুক্রবার উদ্ধার করা হয়েছে সাতজনের লাশ। এ পর্যন্ত ২০ জনের পরিচয় জানারপর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাওয়া পুলিশ কন্ট্রোল রুমে দায়িত্বরত পুলিশ পরিদর্শক ফরিদ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। 

জেলা প্রশাসনের তৈরি করা নিখোঁজের সর্বশেষ তালিকা অনুযায়ী এখনো নিখোঁজ রয়েছেন ১৩২ যাত্রী। 

গত সোমবার বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে মাওয়া ঘাটে যাওয়ার পথে ডুবে যায় লঞ্চ এমএল পিনাক-৬।

বিআইডব্লিউটিএ, কোস্টগার্ট, নেভি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একযোগে উদ্ধার তৎপরতা চালাচ্ছে নিখোঁজ লঞ্চটির সন্ধানে। উদ্ধার কাজ করে যাচ্ছে জাহাজ কান্ডারি-২, সন্ধানী, তিস্তা, নৌবাহিনীর এলসিটি-০১২। শুক্রবার সকালে উদ্ধার কাজে যোগ দিয়েছে চট্টগ্রাম থেকে আসা অত্যাধুনিক প্রযুক্তির উদ্ধারকারী জাহাজ জরিপ-১০।
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.