রফিকুল ইসলাম সাগর 
সাময়িকী.কম
ছবি : রফিকুল ইসলাম সাগর 

ঢাকা : আওয়ামী লীগের সাবেক মহিলাবিষয়ক সম্পাদিকা ও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বনানী থানা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ।

রবিবার সকালে বনানী কবরস্থানে বেগম আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে ও ফাতেহা পাঠের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ বনানী থানার নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অভিনেত্রী অ্যাডভোকেট তারানা হালিম, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি সাথী, প্রজন্মলীগ বনানী থানার সভাপতি মিলন হোসেন, সহ-সভাপতি ইমরান মোল্লা, সাধারণ সম্পাদক শাকিল, প্রজন্মলীগ বনানী থানার সদস্য শাকিল আহমেদ, আশিকুর রহমান বাবু প্রমুখ। 

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমান আহত হন এবং পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ আগস্ট মৃত্যুবরণ করেন।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.