নূর হোসেন
তোমায় যেদিন প্রথম দেখেছি,
তখন এক অদ্ভুত অনুরাগে
মনে হয়েছে ,
তুমি আমার কত চেনা—
হয়ত কোন কালে এক সাথে
ঘর বেধেছি,দেখেছি কত স্বপ্ন,
আর রয়েছিলাম আজীবন ৷
তোমায় যেদিন প্রথম দেখেছিলাম
মনে হয়—তুমি কত চিরচেনা ৷
আত্নাটা আঁতকে উঠে এক অভিন্ন আনন্দে
সব খালি করে বের করে সামান্য শূন্যতা,
মিলতে চায় মেয়েটির সাথে আগের মত ৷
মেয়েটির চোখের দিকে তাকালে অনুভুতি
সব জড়ো হয় আবেগে,কত চিরচেনা—
সেই মেয়েটি,যাকে প্রথম দেখেছিলাম
এক ভাঙা প্রাচীরের উপর বসে থেকে,
সে যাচ্ছিল ধীর পায়ে রাস্তা দিয়ে ৷
সে খুঁজছিল আমারই বাড়ি এ দিক-ওদিক
তবুও তার সন্ধান পায়নি ৷
আজো স্মৃতি নাড়া দেয়—
ভেসে ওঠে সজল চোখে
কত দিনের পরিচিত সে ৷
জোছনার আলোক প্রাচীর টপকে
আমার রন্ধ্রে প্রবেশ করে,
আর মোহনীয় আবেশে মনে হয়
দাঁড়িয়ে আছি এক স্বপ্নপুরীতে;
তখনও তার ছায়া দেখি ৷
হেঁটে যাচ্ছে জোছনাস্নাত রাস্তায়—
আমি দেখছি আজো প্রাচীরে বসে ৷