সাময়িকী.কম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স/ ছবি : সংগৃহীত 

ঢাকা: বাংলাদেশের পতাকাবাহী একমাত্র সরকারী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত অর্থ বছরে ২৫৪ কোটি লোকসান দিয়েছে। এছাড়া এর আগের অর্থ বছরে ১৯১ কোটি ৫৯ লাখ টাকা, ২০১১-১২ অর্থ বছরে ৫৯৪ কোটি টাকা, ২০১০-১১ অর্থ বছরে ২২৪ কোটি ১৬ লাখ টাকা লোকসান দেয় বিমান। বিমান সূত্রে এ তথ্য জানাগেছে।

জামাল উদ্দিন আহমেদ বিমানের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর থেকে বিমানের প্রতি বছর লোকসান গুনতে হচ্ছে।

এদিকে রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এক বৈঠকে, 'হজ যাত্রী পরিবহনে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে বিমানের পরিচালনা পর্ষদ সদস্য, পরিচালকবৃন্দ, মহাব্যবস্থাপক ও উপ-মহাব্যবস্থাপকদের প্রতি আহবান জানিয়েছেন।

বৈঠকে মন্ত্রী বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে আসন্ন হজ যাত্রী পরিবহনের প্রস্তুতির বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। বিমানের কর্মকর্তাদের উত্তর শোনার পর তিনি বলেন, হজ যাত্রী পরিবহনের কোনো ধরনের বিচ্যুতি সহ্য করা যাবে না। পবিত্র হজ যাতে সবাই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন সেজন্য বিমানকেই প্রধান ভূমিকা রাখতে হবে।

এ বৈঠকে মন্ত্রী হজ প্রস্তুতি ছাড়াও বিমানের সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ খবর নেন।   
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.