সাময়িকী.কম
ইরানে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে ৪০ জন যাত্রী নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
রোববার ভোরে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাধ বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটি তাবাস শহরের উদ্দেশে যাত্রার আগ মহূর্তে বিধ্বস্ত হয়।
রোববার ভোরে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাধ বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। সংবাদমাধ্যম জানায়, উড়োজাহাজটি তাবাস শহরের উদ্দেশে যাত্রার আগ মহূর্তে বিধ্বস্ত হয়।
অপরদিকে, বার্তাসংস্থা ইরনা জানায়, তাবান এয়ার ফ্লাইটটি (ফ্লাইট- ইরান-১৪১) অভ্যন্তরীণ রুটে চলাচল করতো। এটি লোকালয়ে বিধ্বস্ত হয়েছে।
বার্তা সংস্থা এপি জানান, নিহতদের মধ্যে সাতজন শিশুও ছিল। তবে এতে কতজন যাত্রী ছিলেন ও কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
বিগত ২৫ বছরে ইরানের ২০০টিরও বেশি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন।
বার্তা সংস্থা এপি জানান, নিহতদের মধ্যে সাতজন শিশুও ছিল। তবে এতে কতজন যাত্রী ছিলেন ও কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে, তা তাৎক্ষণিক জানা যায়নি।
বিগত ২৫ বছরে ইরানের ২০০টিরও বেশি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছেন।