সাময়িকী.কম
শিরোনামেই যখন ওয়াদা করা হয়েছে এলিয়েনদের ছবি দেখাব, তাহলে তো দেখাতেই হবে! আচ্ছা, কেমন দেখতে ভিনগ্রহবাসীরা? ওদেরও কি আমাদের মত দুটো চোখ, একটা মুখ একটা নাক আছে? সিনেমার পর্দায় আমরা কত রকমের এলিয়েন দেখেছি, বাস্তবের এলিয়েন কি সেরকমই দেখতে? আচ্ছা, যদি এমন হয়ে আছে যে সেই এলিয়েনের মত মুখগুলো আছে আমাদের আশেপাশেই?
বিশ্বাস হলো না? তাহলে আগে দেখুন কিছু মজার ছবি। বাকি কথা পরে হবে! আপনার জন্য অপেক্ষা করছে একটা দারুণ চমক!
স্পিলবারগের ইটি-র সাথে বেশ মিল আছে, কে বলেন?
চোখ আছে, মুখ আছে, আবার দাঁড়িও আছে দেখি!
কি মায়া মায়া একজোড়া চোখ এলিয়েনটার!
আহারে বেচারা এলিয়েন! কি বিষণ্ণ ভাবেই না তাকিয়ে আছে।
চিন্তিত, বিচক্ষন দৃষ্টি।
দেখে মনে হচ্ছে কালে কালে বয়স কম হয়নি এই এলিয়েনের!
জ্বলজ্বলে চোখে অদ্ভুত দৃষ্টি।
ছবিটি দেখে মনে হচ্ছেনা যে বিপরীত লিঙ্গের দুটি এলিয়েন মুখ পাশাপাশি?
এলিয়েনদের ছবি দেখা তো শেষ, একটু হলেও নিশ্চয়ই বিস্মিত হয়েছেন? তাহলে জেনে রাখুন, এগুলো কোন এলিয়েনের মুখ নয়, বরং আপনার-আমার মতই মানুষদের মুখ! খুব অবাক লাগছে? তাহলে ভালো করে দেখুন আবার ছবিগুলো। এগুলো মানুষের মুখই বটে, তবে উল্টো। আর উল্টো করে ছবিগুলো দেয়াতেই মানুষের মুখগুলো অবিকল হয়ে উঠেছে যেন সিনেমায় দেখা এলিয়েন! কি আশ্চর্য, তাই না?
সাউথ আফ্রিকার ফটোগ্রাফার Anelia Loubser প্রকাশ করেছেন এই দারুণ সিরিজটি, যেখানে সাধারণ মানুষের মুখই ফটোগ্রাফির জোরে হয়ে উঠেছে একদম ভিন্ন কিছু। এই সিরিজের নাম তিনি দিয়েছেনAlienation.
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.