কথাগুলো কেন মুখে উচ্চারণ করেন না? কারণ এগুলো উচ্চারণ করলে সম্পর্কে ভাঙন নিশ্চিত। কিন্তু তাই বলে কি এসব কথা ভাবেন না পুরুষেরা? অবশ্যই ভাবেন! প্রেম কিংবা দাম্পত্যের কোন না কোন পর্যায়ে এই কথাগুলো কমবেশি সকল পুরুষই ভেবে থাকেন। তবে কখনো ভুল করেও মুখে উচ্চারণ করেন না! আসুন, জেনে নেই পুরুষের এমনই ১৫টি গোপন ও বিচিত্র ভাবনার কথা।
১)ওকে দেখতে মোটেও ভালো লাগছে না
একজন মানুষকে সবসময় সুন্দর দেখায় না। মেয়েরাও এর ব্যতিক্রম নন। তবে প্রেমিকাকে কেমন দেখাচ্ছে সেটা সব পুরুষই সর্বদা লক্ষ্য করেন। যদিও খাবার দেখালে ভুল করেও বলেন না।
২)ওর মা-বাবা খুবই বিরক্তিকর
পৃথিবীর বেশিরভাগ পুরুষেরই প্রেমিকা কিংবা স্ত্রীর মা-বাবাকে বিরক্তিকর ও অসহ্য মনে হয়। যদিও এই ভাবনাটি মোটেও ঠিক নয়।
৩)এত সাজার প্রয়োজনটা কী?
হ্যাঁ, সুন্দর করে সাজলে পুরুষেরা খুশি হন বটে আর প্রশংসাও করেন। কিন্তু প্রায় সব পুরুষই মেয়েদের অতিরিক্ত সাজসজ্জা খুবই অপছন্দ করেন। যত কৃত্রিম সাজ, তত অপছন্দ পুরুষের।
৪)উফ, এত্ত কথা বলে!
মেয়েরা স্বভাবতই একটু বেশী কথা বলে। আর প্রেমিকা কিংবা স্ত্রীর অতিরিক্ত কথা সব পুরুষের বিরক্তির কারণ। বিশেষ করে ফোনে।
৫)এই ন্যাকামির কোন মানে হয়?
পৃথিবীতে এমন অনেক ব্যাপার আছে যেগুলো নারীদের কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হলেও পুরুষের কাছে একেবারেই তুচ্ছ। আর সেগুলো নিয়ে নারীদের হা হুতাশ তাঁদের কাছে ন্যাকামিই মনে হয়।
৬)ওর এই বান্ধবীটা ওর চাইতে সুন্দরী!
নিজের প্রেমিকা বা স্ত্রীর বান্ধবীর দিকে প্রশংসা নিয়ে তাকান নি, এমন পুরুষ আসলেই পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না।
৭)প্রেমটা করে ভুল করলাম না তো?
প্রেম করে ভুল করলাম না তো? এই মেয়েটা আমার জন্য ঠিক তো?... এমন শঙ্কা সব পুরুষের মনেই খেলা করে।
৮)আমি আরও ভালো মেয়ে পেতাম!
এই ভাবনাটাও পুরুষের খুব সাধারণ একটি ভাবনা। প্রায় সময়েই এটা ভাবেন তিনি।
৯)এই মেয়ে আমাকে ফকির করে দিচ্ছে...
স্ত্রী বা প্রেমিকার জন্য টাকা খরচ সব পুরুষ করেন, তবে মনে মনে এটাও ভাবেন।
১০)বিয়ের পর মোটা হয়ে যাবে না তো?
প্রেমিকা বিয়ের পর মোটা হয়ে যাবে, এটা প্রায় সব পুরুষের ভয়। মানুষ যে মোটা হতেই পারে, এটা পুরুষেরা কিছুতেই মানতে পারেন না। নিজে মোটা হলেও না!
১১) এত ঝগড়া করতে জানে!
এই কথা অবশ্য মাঝে মাঝে মুখেও বলে থাকেন।
১২) মেয়ে এমন, মেয়ের মা না জানি কেমন
প্রেমিকা বা স্ত্রীর সাথে ঝগড়া হলেই এমন ভাবেন সব পুরুষ।
১৩) কথায় কথায় কাঁদতে হবে কেন?
অনেক পুরুষই মেয়েদের কান্নাকে বুঝতে পারেন না।
১৪) আমি এত জলদি বিয়ে করতে চাইনি/ চাইনা!
বিয়ে করার আগে বা পরে এমন ভাবনা সকল পুরুষ ভাবেন এবং অবশ্যই ভাবেন।
১৫) আমাকে একটু একা থাকতে দেয় না কেন?
সকল পুরুষই প্রায় প্রত্যেকদিনই এটা ভেবে থাকেন। বিশেষ করে বিয়ের পর!