সুমন কুমার সাহু

দুনিয়া তোমার হাতের মুঠোয়
শক্ত করে ধরো
স্বপ্ন জাগায় দিগ্বিজয়
সামনে এগিয়ে চলো ।

প্রেয়সী তোমার মুখের গ্লানি
কেন কান্নায় ঝরে পড়ে?
কাঁপছে আমার হৃদয় নাড়ি
দুর্জয় ছিনে নিতে ।

আমি যে ছন্দে গেঁথেছি পথের দিশা
কবিতায় শোনাব গান
স্বপ্ন তরী মনের পাওয়া
ভালবাসা আওহ্বান ।

জেনে রেখো ভাবনা নিশ্চল মোর
গভীরতা প্রেম সাগরে
ভালবাসা ছন্দের ডোর

তার ই বন্দে কবিতা তোমাকে ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.