সুমন কুমার সাহু
বছরের প্রথম দিন থেকে
দিন লিপি লিখে গেছি
প্রতিটা পাতায় উদ্ভাসিত
মুহুর্তের প্রতিচ্ছবি
একে একে ভরে ওঠে
ডাইরীর পাতা গুলো
সময় দিয়েছে এগিয়ে
নতুন ঘটনার সূত্র
বছরের শেষে
মন পড়ে রয়
নতুন ডাইরীর খোঁজে
মন সরিয়ে
খানিক ভেবে
দেখি পেছন ফিরে
লেখা পাতা চাপা পড়ে আছে
শুধু পূরোনো ডাইরীটা চোখে পড়ে।