কথা কও শনিবার, সেপ্টেম্বর ০৬, ২০১৪ A+ A- Print Email সুমন কুমার সাহু তুমি নিশ্চুপ কেন কথা কও তুমি তো চঞ্চল থাক হৃদয়ে যখন বও তুমি ঝরনায়ে ঝরে পরো হৃদয় গুহার মাঝে তুমি ডানা ঝাপটাও মন আকাশের 'পারে তুমি নিশ্চুপ কেন কথা কও তুমি নিশ্চুপ কেন তুমি কি আমার নও! বিভাগ: কবিতা, সাহিত্য