মাহমুদ নজির
স্বপ্নগুলো হারায় দূরে
দুঃখগুলো
স্মৃতির পাতায় ঝুলে,
মনটা ব্যাকুল
আশায় আশায়
দাঁড়িয়ে আছি
হৃদয় কপাট খুলে।
জানলা ভেঙে
দেয় যে উড়াল
সাধের ময়না পাখি
একলা ঘরে
তারে ছাড়া
কেমন করে থাকি?
কেউ বোঝেনা
কষ্ট কিযে,
কীসের এতো জ্বালা!
বুকের ভিতর
ঢেউ খেলে যায়
সকাল সন্ধ্যা বেলা।
দুঃখগুলো
স্মৃতির পাতায় ঝুলে,
মনটা ব্যাকুল
আশায় আশায়
দাঁড়িয়ে আছি
হৃদয় কপাট খুলে।
জানলা ভেঙে
দেয় যে উড়াল
সাধের ময়না পাখি
একলা ঘরে
তারে ছাড়া
কেমন করে থাকি?
কেউ বোঝেনা
কষ্ট কিযে,
কীসের এতো জ্বালা!
বুকের ভিতর
ঢেউ খেলে যায়
সকাল সন্ধ্যা বেলা।
সোনাপুর, দুবাই
সংযুক্ত আরব আমিরাত