১.

ঈশ্বর কণা,

তোমায় পাইনি বলে

ঘর অন্ধকার ।

২.

জল দাও,

দেওয়ালে দেওয়ালে রঙ

গা জ্বলে ।

৩.

বিশ্বাস রাখো,

সত্য মানুষেই বাঁচে

মানুষ পরজীবি ।

৪.

মস্তিষ্ক স্ক্যানিং,

ফেলে এসেছি রোদ্দুর

তোর শহরে ।


কাইতি, বর্ধমান, মাধবডিহি
পিন- ৭১৩৪২৩ , পশ্চিমবঙ্গ

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.