আজিম আকাশ

(কাজী নজরুল ইসলাম পরম শ্রদ্ধেয়)

এখন বড় প্রয়োজন বিদ্রোহী কবির
সেই আগুন ঝরা শাণিত বাণী,
চারিদিকে দিকবিদিক ঘোর অন্ধকার
আঁধারের আবর্তেই সকলের পথ চলা,
চলছে দুর্বার-দুর্দম-অপ্রতিরোধ্য গতিতে
প্রভাত-দুপুর-সান্ধ্য কিংবা নিস্তব্ধ নিশিতে।
কার হস্তে আছে গোটা দেশ আলোকিত
করার সঠিক আলোর সুবর্ণ বর্তিকা,
কে করবে ঘোর অন্ধকার থেকে জাতির
কলঙ্ক লেপনের ঋজু পথ উন্মোচন;
তাই বার বার কেন যেন মনে হয়
তোমাকেই জাতির বড় প্রয়েয়োজন।
কত দু:খ-যাতনা, কত গঞ্জনা সয়েছ
তুমি জাতির তরে-কবিতার তরে,
দারিদ্রের সাথে করেছ আপোসহীন যুঝি
সত্যকে চির প্রতিষ্ঠিত করার দৃঢ় প্রত্যয়ে;
অনাচার ব্যধি সমাজ থেকে নির্মূলের তরে
অবরুদ্ধ ছিলে কারাগারে সৌষ্ঠবে-নির্ভয়ে।
জাতির বিবেক আজ মাথা ঠুকে মরে
ডিজিটাল ছোঁয়ায় প্রযুক্তির দেয়ালে,
সভ্যতার ক্রমবিবর্তনে শিল্পের আকাশ জুড়ে
আজ অগণিত নক্ষত্র তথা কলম সৈনিক,
তবু মম হৃদয় যাচে হাজার সৈনিকের ভিড়ে
একটি ক্ষুরধার সৈনিকের নিষ্কন্টক সাদর উপস্থিতি;
যা বদলে দিতে পারে রুগ্ন জাতির গোটা পরিস্থিতি।



আজিম আকাশ
সাং-ইসলামপুর
পোষ্ট-বালিগাঁও
থানা-টঙ্গিবাড়ী
জেলা-মুন্সীগঞ্জ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.