একটুকরো সভ্যতার আলো

মাকড়শার জালের মত রাজনীতির ডেকোরেশন প্রাচীন পন্থায় উল্কি আঁকে,শপথের সূত্র ধরে দায়িত্ব ঘুমায় কচ্ছপের কঙ্কালসার পিঠে; দায়িত্ববোধ রোমন্থন করে কৌশলের অ¯পৃশ্য ঢেঁকুর; বৈচিত্রতা নেই চলমান নীতির ভেঁপুতে, প্রগতিশীলতার অন্ধ গলিতে একটুকরো সভ্যতার আলো কালো বিড়ালদের থাবায় চিৎপটাং ।


ঘাসফড়িং

সবুজ ঘাসের পৃষ্ঠ ছুঁয়ে ঘাসফড়িং রাধিকার দেশে, স্বপ্নের বুনট চলে সময়ের ডেকোরেসনে; নীরবতার ক্যানভাসে নতুনের প্রচ্ছদপদ স্বর্গপানে-নতুনের বার্তা নিয়ে, নতুনত্ব নিয়ে।


ঈশ্বর

রক্তের জ্যামেতিক কোণ ধরে ঈশ্বর ঘুমায়, কতকাল ঘুমায় নি! গত শতাব্দিতেও ঘুমিয়ে ছিলো বিকট শব্দঘরে; সভ্যতার নিয়ন আলোতেও ঈশ্বর থাকে চড়–ই পাখির ডিমে।


অদ্ভূত আলো

বোধের ভিতরের মানবিকতা পঁচা শামুকের চিরায়ত পথে; মা কালি, দুর্গা, অলি দরবেশের প্রার্থনা শুকনো পাতার তলে, যেভাবে এতকাল ছিল; সুতো বেয়ে নেমে আসে পরাশক্তির হুঙ্কার, সভ্যতার মানবিক বিপর্যয় হাঁসের অনর্গল প্যাঁকপ্যাঁক ডাকের মধ্যে, মানবাধিকার নিজেই জানে না নীতির ব্যাকরণ, সভ্যতার পরাকাষ্ঠে অদ্ভূত আলো কেবলি নিভু নিভু।

মুনশি আলিম
টিলাগড়, সিলেট 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.