আলমগীর সরকার লিটন

এই ইট পাথরের ছোট বড় ঘরবাড়ি
তার মাঝে ছন্নজীবন সংসারের যত ঝাড়ি-
ক্লান্তির ছায়া রঙ্গীন মায়া ভাবতেই ভাসে ভবন
এরি মাঝে চলছে দেখো রঙ্গ  জনতার কতো না রদন।
সাদা-লাল-সবুজ-হলুদ আর ভাই কালো
নীল জনতার কথা শুন-মত্ত  চেতনাতে আজ,
কি হাওয়া বয়ছে-বালিচরে বানাবে তাজ
কেউ বা চায় হাইয়ান আবার কেউ চায় নবান্ন
হাইয়ান নাকি হলে অ্থৈই জলে ভাসাবে তরী?
নবান্ন হাওয়া বয়লে-সোনালী শস্য কাটে আনি বাড়ি।
স্বপ্ন আশা শুধু ছুটছে নীল জনতারা হাবছে হাড়
উপায় বা কোথায়,খরা অদৃশ্য দিনের মাঝে ভিন্ন  উত্তাপ;
ঐ জনতা বলবে তাতে কি বা হবে খলতাপ-
হাইয়ান দেখে না চাই শুধু নতুন নবান্ন উতসপ
নীল জনতার পাঁজরটা ভাজে ভাজে উল্টো রঙ
শ্লোগানে মুখরিত আনন্দেস্নিগ্ধ হাসি নীল জনতার ঠোঁট
 আঁধার নিশিশেষে স্বর্ণালী প্রভাতে ভরুক ফুলল।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.