এই ইট পাথরের ছোট বড় ঘরবাড়ি
তার মাঝে ছন্নজীবন সংসারের যত ঝাড়ি-
ক্লান্তির ছায়া রঙ্গীন মায়া ভাবতেই ভাসে ভবন
এরি মাঝে চলছে দেখো রঙ্গ জনতার কতো না রদন।
সাদা-লাল-সবুজ-হলুদ আর ভাই কালো
নীল জনতার কথা শুন-মত্ত চেতনাতে আজ,
কি হাওয়া বয়ছে-বালিচরে বানাবে তাজ
কেউ বা চায় হাইয়ান আবার কেউ চায় নবান্ন
হাইয়ান নাকি হলে অ্থৈই জলে ভাসাবে তরী?
নবান্ন হাওয়া বয়লে-সোনালী শস্য কাটে আনি বাড়ি।
স্বপ্ন আশা শুধু ছুটছে নীল জনতারা হাবছে হাড়
উপায় বা কোথায়,খরা অদৃশ্য দিনের মাঝে ভিন্ন উত্তাপ;
ঐ জনতা বলবে তাতে কি বা হবে খলতাপ-
হাইয়ান দেখে না চাই শুধু নতুন নবান্ন উতসপ
নীল জনতার পাঁজরটা ভাজে ভাজে উল্টো রঙ
শ্লোগানে মুখরিত আনন্দেস্নিগ্ধ হাসি নীল জনতার ঠোঁট
এ আঁধার নিশিশেষে স্বর্ণালী প্রভাতে ভরুক ফুলল।