ইস্পিতা চৌধুরী
সাময়িকী.কম


মেয়েরা যে মেয়েদের ব্যাপারে হিংসুটে - এটা অস্বীকার করবো না...! (৯৯%ই - বাকি ১% রেয়ার কেস)


  • যে মেয়ে বেশি পড়াশুনা করার সুযোগ পায়নি কিংবা করতে পারেনি সেই মেয়ে অন্য মেয়ের বেশি পড়াশুনা করাকে ভালভাবে গ্রহন করতে পারে না!
  • যে মেয়ের অল্প বয়সে বিয়ে হয়েছে সেই মেয়ে তার থেকে ২/১ বছর বড় এমন টাইপের মেয়ের বিয়ে না হলে- কথা শোনাতে ছাড়ে না!
  • যে মেয়ের বিয়ে হয় না অনেক দিন কিন্তু হুট করেই যখন সে বর পেয়ে যায় তখন সে তার-ই মত ভুক্তভোগীকে সহমর্মিতা না দেখিয়ে - নিজের বিয়ে হয়ে গেছে- বেঁচে গেছে এই টাইপ কথা বলে- এন সেই ভুক্তভোগীর কেন বিয়ে হচ্ছে না, যে কাউকে তার বিয়ে করে ফেলা উচিত এই টাইপ বড় বড় ডায়লগ দেয়া শুরু করে!
  • যে মেয়ে টিজের স্বীকার হয় প্রাথমিক অবস্থায় তার বান্ধবীরা তাকে সহযোগিতা না করে এটাই বলে-“ ভাগ্যিস আমরা সুন্দর হইনি”!
  • পরীক্ষার হলে মেয়েরা মেয়েদের খাতা দেখাতে চায় না কিন্তু ছেলেদের ঠিক-ই দেখায়!
  • যে শাশুড়ি তার বিবাহিত জীবনে অনেক কিছুই করতে পারেনি, সে তার বউয়ের সে সব পথে বাঁধা হয়ে দাঁড়ায় - আর
  • বউ- শাশুড়ির বেশির ভাগ দ্বন্দ্বই এটা থেকে হয়!
  • বিয়ের পর অনেক মেয়েই স্বামীকে তার একার নিজস্ব সম্পত্তি মনে করে আর শাশুড়ি মনে করে তার ছেলে নামক সম্পদ বউয়ের কারনে হাত ছাড়া হয়ে গেল বুঝি- ব্যস শুরু কাঁই-মাঁই ...!
  • অনেক মেয়ের অনেক পারদর্শিতায় - অনেক মেয়েরাই আলগা কথা ঝেরে দেয়... যেটাকে জ্বলুনি ছাড়া আর কি বলা যায়...?
  • খুব কম মেয়েই অন্য মেয়ের প্রশংসা মন-প্রান খুলে করতে পারে! >খুঁজলে আরো কিছু পাওয়া যাবে!
  • আমিও হিংসা করি- ! রাস্তায় কোন মেয়ের স্কিন সুন্দর দেখলে - আপ্সুস হয়- আমার স্কিন এত পঁচা কেন? কোন মেয়ের সিল্কি চুল দেখলে মনে হয়- ইসস! আমার চুলগুলা হাফ সিল্কি কেন? অনেক মেয়ের দারুন্স সব লেখা পড়ে মনে হয়- আহা্! আমি কেন ওদের মত পারছিনা লিখতে! প্রতিষ্ঠিত কোন মেয়েকে দেখলে মনে হয়- হেলা-ফেলায় নিজে কেন ভালভাবে প্রতিষ্ঠিত হতে পারলুম না!
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.