৩৫৷
ভিক্ষুক কয় ভিক্ষাদারে লোকসানে কী হয় লাভ?
হেসে কয় ভিক্ষাদার লাভে কী তবে লোকসান!
সব জায়গায় জীবনের হিসাব মিলে যদি সহজে
তুমি আমি সমান তাতে হত সবার তিরোধান ৷

৩৬৷
জন্মিলেই হয়না মানুষ
পশুও হয় তো হঠাৎ
মানুষ যদি পশুরই মত
মানুষ পশুর কিবা তফাৎ ৷

৩৭৷
শূন্য আকাশ শূন্য পাতাল
শূন্য জগতের কল্পনা
দেখছি যা সব ভেল্কিজাল
ঈশ্বরের সব আল্পনা ৷

৩৮৷
হাসতে গেলে ফাঁকা সব
কাঁদতে গেলেও তাই
এতকিছু পেলাম যদিও
অনুভবে কিছুই নাই ৷

৩৯৷
হৃদয়টা মোর শূন্যে ভাসে
কল্পনায় নেই তো ছবি
একজীবনের এত প্রেম
বিশ্বাসে খায় যে খাবি ৷

৪০৷
ভালোবাসবো ত্রিভুবনে
করেছি কত আয়োজন
একটি কথায় ভাঙিয়ে দিলে
সব পসরা মহাজন ৷

৪১৷
আশেপাশে রমনী কত
ভালোবাসে আমায় সবে
শুয়ে শুয়ে ভাবি যখন
নেই তো কেউ অনুভবে ৷

৪২৷
কাছের মানুষ যদিও পাশে
মনের মাঝে আসে না
চোখটা মেলে দেখলে আগে
সে যে ভালো বাসে না ৷

৪৩৷
হা হুতাশ আর জীবনবাজী
সন্ধ্যে হলে চা
তিনের মাঝে দুইই খেল
না ফেলতে পা ৷

৪৪৷
কবি-লেখক ভাবে যত
লেখে তার দশমিকে
তার্কিকেরা বলে কত
যায় না তবু অহমিকে ৷

৪৫৷
শীতে আজি ঝরে ফুল
বসন্তে তবু দিল বাহার
মুকুলের জাত থাকে কি
ফলে বুঝবে গুন তাহার ৷

৪৬৷
রাতে যখন তারা ওঠে
চাঁদের দেখা পাওয়া ভার
ভ্রমর নাকি রাতেও থাকে
চাঁদের কে নেয় খোঁজখবর ৷

৪৭।
আবেগে নাকি মরে কবি
খাদ্য পেটে জোটে না
এখন দেখি তারাই সুখে
মুখফোটে তো বুকফাটে না ৷

৪৮৷
লিখতে বসলে চাই গো চা
মাথা খাড়ালে সিগারেট
কলম চালালে লাগে পান
কাগজটা চাই অফসেট ৷

৪৯৷
হাতের কাছে কলম ছিল
দেখি তাতে কালি নাই
সোনার চামুচ হাতে দেখি
বাঁটি আছে খাবার নাই ৷

৫০৷
পূন্যলাভে মাতোয়ারা সব
দশের কথা ভাববে কে
চাইছি যখন পাগল আমি
জ্বলছি যে ভাই নরকে ৷

৫১৷
সব পণ্ডিতের যুক্তিতে হায়
থাকে কি সেই কার্যকারণ
পেঁচে যখন পড়বে রে ভাই
ভগবানের হবে রে মরণ ৷

৫২৷
ঢাবি রাবি চবি জাবি
সব বিবিতেই বাজার বসে
সেথায় আছে পানপাতা সব
বোঁটা ফুরলে চুনও খসে ৷

৫৩৷
পানের পাতায় সুপারি পুরে
চুন মাখাবে তার একেগুন
বোঁটা দিয়ে ঘষে দেখো
জ্বলবে কেমন কামের আগুন ৷

৫৪৷
রাজার যদি হেরেম থাকে
রাণীর কিবা থাকে আর
একপাতিলে মিশেল দুধে
রাণী খোঁজে রাজা তার ৷

৫৫৷
মনের সাথে না মিললে
মতদেয়ালা হয় যে পাগল
মূর্খের সাথে মিশতে গেলে
জ্ঞানীরা হয় আরেক ছাগল ৷

৫৬৷
ভালো রাধুনি হতে গেলে
মাপে মসলা হওয়া চাই
নিখুঁত রান্না খেতে গেলে
পাতে লবন-মরিচ চাই ৷

৫৭৷
লিখবে যখন মনের মতো
পড়বেনা কেউ সকলে
হাবিজাবি লিখবে যখন
পড়বে তা না বুঝলে ৷

রায়ান নূর,
বাংলাভাষা ও সাহিত্য
ঢাকা বিশ্ববিদ্যালয় ৷

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.