রায়ান নূর

হারিয়ে গেছে মুক্তো সাগরমাঝে―
বিস্মিত চিত্ত খোঁজে নীরবে
পাথর আর বালির আবরণে
একবিন্দু স্নিগ্ধ মুগ্ধতা―
হারায়;সেকি থাকে তেমন
কাঁপে হৃদয় অজানা ডরে;
কিনারসঙ্কুল বালুচরে কখনো
পাই যদি বর্ণহীন ক্লিষ্ট-হীরে
চাইবো কি অবচেতন-নির্ভয়ে
সইবে কি সে হারাবার জ্বালা?
অখণ্ড মুক্তো ক্ষয়ে যদি যায়
সাগরে ডুবে যদি বর্ণ হারায়
ফিরে কি সে আগের মত?
ভারাক্রান্ত হৃদয় অকূল-ভাবনা
ভুলতে পারে না নিমিষ-যাতনা
খুঁজে চলেছি সৈকতে সৈকতে
ব্যর্থ সান্ত্বনার অখণ্ড ছলনাজালে ৷

রায়ান নূর,
বাংলাভাষা ও সাহিত্য,
ঢাকাবিশ্ববিদ্যালয় ৷

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.