কাজল বিনতে শাহিদা

খোলা বাতাসে থাকতাম বেশ
নিজের বোনা বাসায়
স্বাধীন মনে সেই জীবনে
ছিল কত আশায় ।
আজকে আমি বন্দি পাখি
লোহার ঘেরা খাচায়
মালিকের সখে আমায় নিয়ে
মাতেন নানান পাচায়।
বনের পাখি মুখের কথা
বলবে মানুষ্য ভাসায়
বিভোর স্বপ্নে ভাবেন মালিক
এই মত্ত নেশায় ।
মনের দুঃখ বনে থাকব
স্ব - জাতীয় সবাই
আকাশ নীলে উড়ব আবার
ভর দিয়ে ডানায়।
ইট প্রস্তরের এই ম্যানসনের
আটকা জানালায়
চিৎকারে বলি শোনেনা মালিক
আমি উড়তে চাই।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.