ভোর হয়েছে ডাকছে পাখি
ডাকছে রাজা হংস
দূর থেকে তা শুনছি আমি
মিষ্টি গানের অংশ।
ডাকছে মোরোগ ডাকছে শালিক
করছে কিচির-মিচির
সকাল হলো ওঠে পড়ো
তৈরী মিষ্টি খির।
থালা ভরা মুড়ি-মূড়কি
আছে হরেক পুরী
সকাল হলে নতুন আমেজ
নেই তো কোন জুড়ি।
তাইতো ওঠে ভোর সকালে
সোনা খোকা খুকি
মিষ্টি ছেলে মিষ্টি মিয়ে
খায়না বোকা-বুকি।
দিনাজপুর