মোসাদ্দেক‍ হো‍সেন

সবুজ ঘাসে সবুজ হৃদয়
কত স্বপ্নে আঁকা
বাংলাদেশের স্বাধীনতার
কত স্মৃতি রাখা।

গর্ব মোদের সবুজ মাঠে
কত ইতিহাসের
হৃদয়েতে আঁকা যে নাম
সবুজ বড় মা‍ঠের।

যে মাঠেতে চির ঘুমে
আমাদের বীর নেতা
হাজি দানেশ নামটি যে তাঁর
নিরব ঘুমে যেথা।

যে মাঠেতে একুশ এলে
শহীদ মিনার জুড়ে
ফুলে ফ‍ুলে শহীদ বেদি
নানান রঙে মুড়ে।

ফেব্রুয়ারির একুশ তারিখ
গ্রন্থমেলা বসে
এই মাঠেতেই বিজয় মেলা
বছর ঘুরে আসে।

বর্ষ‍া এলে সবুজ মাঠে
বসে বৃক্ষ মেলা
স্মৃতির পাতায় কত স্মৃতি
করে চলে খেলা।

বণিকেরা বসায় ‍মেলা
সবুজ হৃদয় মাঝে
বছর জুড়ে সবুজ মাঠে
কত রুপে সাজে।

বিকেল হলে প্রতিদিনই
তারুণ্যের হয় মেলা
মাঠটি জুড়ে সকাল বিকাল
হয় যে অনেক খেলা‍।

সভা-মিছিল-সমাবেশে
কত আয়োজনে
গোর-এ শহীদ বড় মা‍ঠ
পড়ে আজো মনে।

দিনাজপুর

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.