বৈশাখী শারমিন

নদী বহে আপন মনে, তরঙ্গ তার সঙ্গী
মনের মাঝের স্বপ্নগুলোর, নানান রকম ভঙ্গী ।
মনটা কয় আপন মনে, নদীর মত করে
মনের আশা জেগে ওঠে, আলোকিত ভোরে ।

দিনের আলোয় শুরু হয়, আশার পথ খোঁজা
আশার আলো পাওয়া কি এতো টাই সোজা ?
তার জন্য প্রয়োজন ধর্ম ধারণ শক্তি ধর্মের দ্বারা পাওয়া যায় সকল বাধার মুক্তি ।

বাধার হলে মুক্তি, আশা হবে পূর্ণ
জীবনটা নতুন সাজে, হবে যে ধন্য ।
স্বপ্ন আবার শুরু হয়, রাতের মাঝ দিয়ে
ধর্ম ধরে আবার তাকে নিতে হয় এগিয়ে ।

জীবনটা বয়ে চলে, নদীর মতো করে
নদীর হয় পূর্নতা, ভরে উঠা জোয়ারে ।
সততা, ধর্ম, পরিশ্রম, থাকে যদি জীবনের পথে
পূর্নতা পাবে সকল স্বপ্ন, সাফল্যের সাথে ।

বৈশাখী শারমিন, গিলাতলা, ফুলতলা, খুলনা ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.