মোসাদ্দেক হোসেন
দিনাজপুরে কৃতি সন্তান
হাজী মোহাম্মদ দানেশ
দিনাজপুরে ইতিহাসে
নামটি যে তাঁর বিশেষ।
সবুজ হৃদয় ধারণ করে
বিপ্লবী মন জাগা
কৃষকদেরই ন্যায্য দাবি
বিজয়ে তেভাগা।
তাঁর আলোতেই উদ্ভাসিত
দিনাজপুরের মাটি
স্মরণে যে চিরদিনেই
তাঁর পথেতেই হাঁটি।
তাঁর সম্মানে এই মাটিতেই
বিশ্ববিদ্যালয়টি
গর্ব মোদের হাজি দানেশ
বয়ে আনা জয়টি।
তাঁর নামেতে স্কুল কলেজ
সম্মানে এই স্মৃতি
শোকে ভেলায় ডুবিয়েছে
টেনেছে যেঁ ইতি।
নিরবতে চিরঘুমে
সবুজ বড়মাঠে
স্মৃতিগুলো ভেসে বেড়ায়
সোনা ধানে পাটে।