মোসাদ্দেক হোসেন

ইতিহাসের সাক্ষিটা যে
মুছে যাবে শেষে
প্রাণবন্ত রাবাড়িটা
ছিলো মোদের দেশে।


অবহেলা অযত্নতে
কালের ক্রমে হারায়
দিনাজপুরের ইতিহাসে
বিবেগটাকে নাড়ায়।


কতকালে অবহেলায়
হতে থাকবে ধ্বংশ
হবেনাকি সংস্কার এটি
স্মৃতি পাতার অংশ।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.