মোসাদ্দেক হোসেন

ইতিহাসে ঠায় নিয়েছে
কথা রামসাগরের
প্রজাদেরই কষ্টে রাজা
পেত ব্যথা ঢের।


বৃষ্টিহীনে রাজ্যখানা
দু্র্ভিক্ষতে পড়ে
রাজা রামনাথ করতে লাঘব
ওঠে নড়ে চড়ে।


সতেরশ পঞ্চাশেতে
শুরু করে খনন
পঞ্চান্নতে হলে শেষে
রাজা দেখে স্বপন।


রাজকুমারে দিলে জীবন
ভরবে দীঘি জলে
নয়ত শূণ্য রবে এমন
যুগান্তরে কালে।


তাইতো রাজা করে হুকুম
রাজকুমারে প্রতি
পিতাকে সে শ্রদ্ধা জানায়
দিতে জীবন ব্রতী।


তৈরি হলো দীঘি মাঝে
বাড়ি রাজকুমারের
নিদ্রাগেলে পুরো দীঘি
জলেতে ভরে ঢের।


ঘটল সলিলে সমাধি
ভরল জল রাশি
মোচন হলো কষ্ট প্রজার
ফুঠলো মুখে হাসি।


কথিত সে ঘটনাটি
পেল অমরত্ব
দীঘিখানা নামে রাজার
স্বপ্ন হলো সত্য।


পনের হাজারে লোকে
হলো দীঘি খনন
ত্রিশ হাজারে খরচে
স্মৃতি কাড়ল মনন।


দীঘি কথা ছড়ায় গেল
সারা বিশ্বময়
দিনাজপুরে ভূমিটিতে
হলো বিশ্বজয়।


দীঘিখানা ঘুরতে আসে
দেশ-বিদেশি লোকে
ইতিহাসে চিহৃখুঁজে
জলে থই থই লেকে।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.