মোসাদ্দেক হোসেন

দিনাজপুরে পুবে যেথায়
নেই তো কোলাহল
সবুজ গাঁয়ে সবুজ পাতা
স্বচ্ছ দীঘির জল।


শহর থেকে কয়েক কিলো
ফাঁসিলা ডাঙ্গার হাট
শনি বুধে দুটি বারে
বসে জম-জমাট।


পাশে একটি স্বচ্ছ দীঘি
বিশাল বটের গাছ
সেইখানেতে বসে পাখি
করে গান আর নাচ।


স্কুল কলেজ হাটের পাশে
আছে কবর স্থান
হাটের পাশে ইউপি অফিস
দেখে জুড়ায় প্রাণ।


দিনাজপুর

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.