নন্দিনী, তুমি জানো কি- তোমার চোখ বেয়ে গোলাপী সন্ধ্যা নামে? গাল বেয়ে নামে তৃষ্ণার প্লাবন? তোমার ঠোঁটের করিডোরে সহস্র বছরের চুম্বন ক্ষুধা- ঝুপঝুপে কথনের ক্যানভাসে একটুকরো কামনা আজ পুরাণ হয়ে মদন দেবতার ঘরে।


মুনশি আলিম
জাফলং, সিলেট

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.