সাময়িকী.কম
 ভারতের আগ্রায় তাজমহল পরিদর্শনকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ। ছবি : এএফপি

সাময়িকী ডেস্ক : ঐতিহাসিক তাজমহল পরিদর্শন করেছেন ভারত সফররত রাষ্ট্রপতি আবদুল হামিদ। সপ্তদশ শতকে নির্মিত অমর প্রেমের স্মৃতিস্তম্ভে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন রাষ্ট্রপতি। 

শনিবার রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারতে ছয় দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আগ্রা পৌঁছেছেন। রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ ফ্লাইট সকাল ১১টা ৫০ মিনিটে আগ্রার উদ্দেশে নয়াদিল্লির পালাম বিমানবন্দর ত্যাগ করে। দুপুর ১টায় তিনি আগ্রা খেরিয়া বিমানবাহিনীর বিমানবন্দরে অবতরণ করে। 

আগ্রার বিভাগীয় কমিশনার এবং অন্য সরকারি কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান। পরে রাষ্ট্রপতিকে ওবেরিও আমরভিলাসে নিয়ে যাওয়া হয়। আগ্রা সফরকালে রাষ্ট্রপতি এখানেই অবস্থান করবেন। তাজমহল পরিদর্শনকালে ভারতের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাজমহল সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে রাষ্ট্রপতি তাজমহলের পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন। এরপর তিনি মোগল যুগের অন্যতম স্থাপত্য সৌন্দর্য আগ্রা ফোর্ট পরিদর্শন করেন। 

এ ছাড়া রাষ্ট্রপতি আবদুল হামিদ সেখানে ফতেপুর সিকরি পরিদর্শন করবেন। আগামীকাল সোমবার সকালে তিনি জয়পুরের উদ্দেশে আগ্রা ত্যাগ করবেন। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আমন্ত্রণে গত ১৮ ডিসেম্বর রাষ্ট্রপতি ভারত সফরে যান। সূত্র : বাসস
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.