সাময়িকী.কম
ডেস্ক নিউজ : কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক বুদ্ধদেব বসুর জন্ম ৩০ নভেম্বর ১৯০৮, কুমিল্লায়। তাঁর বাবা ভূদেব বসু, মা বিনয় কুমারী। পৈতৃক আদি নিবাস বিক্রমপুরের মালখানগর গ্রামে। শিক্ষাজীবন ঢাকায়। অল্প বয়স থেকেই কবিতা লিখেছেন। কর্মজীবনে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- কবিতা মর্মবাণী, বন্দীর বন্দনা, পৃথিবীর পথে, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা : বসন্তের উত্তর, যে আঁধার আলোর অধিক, স্বাগত বিদায়। উপন্যাস- সাড়া, কালো হাওয়া, তিথিডোর, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনের খাতা, রাত ভর বৃষ্টি, বিপন্ন বিস্ময়। গল্প- অভিনয়, অভিনয় নয়, রেখাচিত্র, হাওয়া বদল, একটি জীবন ও কয়েকটি মৃত্যু। প্রবন্ধ- হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্যচর্চা, রবীন্দ্রনাথ : কথাসাহিত্য। অনুবাদ- কালিদাসের মেঘদূত, বোদলেয়ার : তাঁর কবিতা, হেল্ডালিনের কবিতা, রাইনের মারিয়া রিলকের কবিতা। স্মৃতিকথা- আমার ছেলেবেলা, আমার যৌবন। সম্পাদনা- আধুনিক বাংলা কবিতা। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র-পুরস্কার (মরণোত্তর)। তিনি মারা যান ১৮ মার্চ ১৯৭৪, কলকাতায়।
ডেস্ক নিউজ : কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক বুদ্ধদেব বসুর জন্ম ৩০ নভেম্বর ১৯০৮, কুমিল্লায়। তাঁর বাবা ভূদেব বসু, মা বিনয় কুমারী। পৈতৃক আদি নিবাস বিক্রমপুরের মালখানগর গ্রামে। শিক্ষাজীবন ঢাকায়। অল্প বয়স থেকেই কবিতা লিখেছেন। কর্মজীবনে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক ভাষা ও সাহিত্যের অধ্যাপক ছিলেন। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- কবিতা মর্মবাণী, বন্দীর বন্দনা, পৃথিবীর পথে, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা : বসন্তের উত্তর, যে আঁধার আলোর অধিক, স্বাগত বিদায়। উপন্যাস- সাড়া, কালো হাওয়া, তিথিডোর, নির্জন স্বাক্ষর, নীলাঞ্জনের খাতা, রাত ভর বৃষ্টি, বিপন্ন বিস্ময়। গল্প- অভিনয়, অভিনয় নয়, রেখাচিত্র, হাওয়া বদল, একটি জীবন ও কয়েকটি মৃত্যু। প্রবন্ধ- হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, সাহিত্যচর্চা, রবীন্দ্রনাথ : কথাসাহিত্য। অনুবাদ- কালিদাসের মেঘদূত, বোদলেয়ার : তাঁর কবিতা, হেল্ডালিনের কবিতা, রাইনের মারিয়া রিলকের কবিতা। স্মৃতিকথা- আমার ছেলেবেলা, আমার যৌবন। সম্পাদনা- আধুনিক বাংলা কবিতা। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন- পদ্মভূষণ, সাহিত্য আকাদেমি, রবীন্দ্র-পুরস্কার (মরণোত্তর)। তিনি মারা যান ১৮ মার্চ ১৯৭৪, কলকাতায়।