সাময়িকী.কম

জয়নুব প্রিয়া দালা
ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার লেখক জয়নুব প্রিয়া দালার ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। 

জয়নুব জানান, তাঁর অপরাধ, তিনি এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জানিয়েছিলেন, তাঁর প্রিয় লেখক সালমান রুশদি। 'স্যাটানিক ভার্সেস' রচনার কারণে ইরানি নেতারা মৃত্যুদণ্ডের ফতোয়া জারি করার পর বহু ইসলামপন্থীর কাছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক রুশদি শত্রু হিসেবে বিবেচিত হয়ে আসছেন। চলতি মাসের প্রথম দিকে জয়নুবের 'হোয়াট অ্যাবাউট মিরা' নামের একটি উপন্যাস প্রকাশিত হয়। এটি তাঁর প্রথম উপন্যাস। এতে স্বাধীনতার জন্য এক নারীর সাহসী কার্যক্রম ফুটে ওঠে। গত সপ্তাহে ডারবানের এক স্কুলে একটি রাইটিং ফোরামে বক্তব্য দেন জয়নুব। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি জানান, রুশদি ও ভারতীয় লেখক অরুন্ধতী রায়ের লেখার স্টাইল তাঁর ভালো লাগে। তাঁর ওই বক্তব্যের এক দিন পরই ডারবানে জয়নুবকে গাড়ি থেকে নামিয়ে ছুরি ও ইট দিয়ে হামলা করা হয়। 

টুইটারে এক বার্তায় রুশদি এ হামলাকে অত্যন্ত 'মর্মান্তিক এবং লজ্জাজনক' বলে অভিহিত করেছেন। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.