সাময়িকী প্রতিবেদক
সাময়িকী.কম

পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে ৭৯ রানের স্মরণীয় জয় পাওয়ায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে সংবাদ মাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠানো হয়। 

এতে প্রধানমন্ত্রী ক্রিকেট দলের প্রতিটি খেলোয়াড়, দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বাংলানিউজকে জানান, দীর্ঘ ১৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশর এ জয়ে দেশবাসীর পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আনন্দিত ও গর্বিত। 

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সিরিজের অন্য ম্যাচগুলোতেও টাইগারদের এ জয়ের ধারা অব্যাহত থাকবে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.