নিউজ ডেস্ক 
সাময়িকী.কম

চলতি বছরের প্রথম তিন মাসে (৯০ দিনে) বঙ্গোপসাগর দিয়ে পাচার হয়েছে ২৫ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩০০ জনের। যে সংখ্যা আগের দুই বছরের তুলনায়, দ্বিগুণ। খবর চ্যানেল২৪

বাংলাদেশ ও মায়ানমার থেকে সমুদ্র পথে মানব পাচরের এই উদ্বেগজনক তথ্য উঠে এসেছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর- এর রিপোর্টে। 


বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের ব্যর্থতা এই অপরাধকে দিন দিন আরো বেশি উস্কে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য বলছে বাংলাদেশ ও মায়ানমার থেকে প্রতি বছর ৫০ হাজারেরও বেশি মানুষ পাচার হচ্ছে।
সাম্প্রতিক চিত্র আরো ভয়াবহ। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-এউএনএইচসিআর শুক্রবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, বাংলাদেশ ও মায়ানমার থেকে চলতি বছরের প্রথম তিন মাসে সমুদ্র পথে পাচার হয়েছে ২৫ হাজার মানুষ। যা আগের দুই বছরের তুলনায় দ্বিগুণ। আর এই তিন মাসে পাচারকারীদের হাতে মৃত্যু হয়েছে ৩০০ জনের।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.