জিবলু রহমান
সাময়িকী.কম

সিলেট বিভাগের ৫ ও ৮ম শ্রেণী শিক্ষার্থীদের মধ্যে আগামী ২৩ অক্টোবর ২০১৫ শুক্রবার ইংরেজী ও গণিত বিষয়ে (১০০+১০০=২০০ নম্বর) শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা প্রবেশপত্রে উল্লেখিত স্থানে হবে। ৩০ জুলাই ২০১৫ এর মধ্যে নাম, পিতা-মাতার নাম, বিদ্যালয়ের নাম, স্থায়ী ঠিকানা, মোবাইল নম্বর, সাদা কাগজে লিখে আবেদনপত্র ফি জিবলু রহমান, সঞ্চয়ী হিসাব নং-৩৪৮৬১০১৬৪১১৭, স্টেডিয়াম শাখা, পূবালী ব্যাংক লিঃ (যে কোন শাখার অনলাইনে) জমা দিয়ে ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে বা সরাসরি ব্যাংকের রশিদ সহ আবেদনপত্র শামসুর রহমান ফাউন্ডেশন, মেঘনা-বি/১৮, দাড়িয়াপাড়া, সিলেট, (ফোন ঃ ৭২৮০৯৭) ঠিকানায় প্রেরণ বা জমা দিতে হবে। ৫ম শ্রেণীর আবেদনপত্র ফি ১০০ টাকা এবং রেজিঃ ডাকযোগে প্রবেশপত্র পেতে ২০ টাকা (১২০ টাকা)।
৮ম শ্রেণীর আবেদনপত্র ফি ১৫০ টাকা এবং রেজিঃ ডাকযোগে প্রবেশপত্র পেতে ২০ টাকা (১৭০ টাকা)। ডাকেযোগে চিঠি যাওয়ার মতো পূর্ণাঙ্গ ঠিকানা আলাদাভাবে লিখে দিতে হবে। বৃত্তি পরীক্ষায় ৫ ম শ্রেণিতে প্রথম গ্রেডে ১০ জন, দ্বিতীয় গ্রেডে ১০ জন এবং তৃতীয় গ্রেডে ১০ জনকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে, যে সকল বিদ্যালয় থেকে কমপক্ষে ৫জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ১টি এবং যে সকল বিদ্যালয় থেকে ১০ জন বা তার অধিক ছাত্র/ছাত্রী অংশ গ্রহণ করবে তাদের কোটা ভিত্তিক ২টি (সাধারণ গ্রেড) বৃত্তি প্রদান করা হবে। ৮ম শ্রেণীর ক্ষেত্রে প্রথম গ্রেডে ৭ জন, দ্বিতীয় গ্রেডে ৭ জন এবং তৃতীয় গ্রেডে ৭ জনকে পুরস্কার ও প্রশংসাপত্র প্রদান করা হবে। ৩০ জুলায়ের পর যারা আবেদনপত্র জমা দিবে তারা কোটা ভিত্তিক (সাধারণ গ্রেড) বৃত্তি লাভের সুযোগ পাবে না। কোন আবেদনপত্র ফি-বিহীন জমা দেয়া বা আবেদনপত্র ফি কম দেয়া যাবে না। বিজ্ঞপ্তি।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.