সাময়িকী.কম : লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ব্যানকন-৬ (ইউনিফিল) এ যোগ দিতে চট্টগ্রাম ছেড়েছে নৌবাহিনীর ১৪০ সদস্যের প্রথম দলটি। 
রোববার (১৪ জুন) সকালে জাতিসংঘের একটি উড়োজাহাজে দলটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এসময় চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এ কে এম এম সিরাফুল্লাহ ও স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তারা লেবাননগামী নৌ সদস্যদের বিদায় জানান। নৌ সদস্যরা লেবাননে নৌবাহিনীর জাহাজ ‘আলী হায়দার’ ও ‘নির্মূলে’ যোগ দেবেন। 

২০১০ সালে প্রথমবারের মত নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘ওসমান’ ও ‘মধুমতি’ ভূমধ্যসাগরে মাল্টি ন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সে আওতায় লেবাননে শান্তিরক্ষা মিশনে অংশ নেয়। পরবর্তীতে ২০১৪ সালে জাহাজ দু’টির প্রতিস্থাপক হিসেবে বানৌজা ‘আলী হায়দার’ ও ‘নির্মূল’ লেবাননে শান্তিরক্ষা মিশনে নিয়োজিত হয়। আগামী ২০ জুন দ্বিতীয় গ্রুপে আরও ১৪০ জন নৌ সদস্য লেবাননের উদ্দেশে রওয়ানা হওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.