সাময়িকী.কম
অভিষেকের প্রথম দুই ম্যাচে ৫ উইকেট নিয়ে রেকর্ডের পাতায় উঠে গেলেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (১৮ জুন) ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে ৫ উইকেট নেয়ার পর রোববারও (২১ জুন) সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেট নেন মুস্তাফিজ।
জিম্বাবুয়ের ব্রায়ান ভেট্টরির পর তিনি দ্বিতীয় বোলার হিসেবে এ কীর্তি গড়লেন।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে প্রথম ওভারেই ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরান মুস্তাফিজ। এরপর রায়না, ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও অক্ষর প্যাটেলকে আউট করেছেন উদীয়মান এ বোলার। পরে ৪১তম ওভারের শেষ বলে রবীচন্দ্রন অশ্বিনকে আউট করে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট লাভ করেন মুস্তাফিজ। 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.