সাময়িকী.কম
বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হেরে সমালোচনার ঝড়ের মুখে পড়ে ‘টিম ইন্ডিয়া’। উত্তাপ কমতে না কমতেই বাংলাদেশের শীর্ষ একটি দৈনিকে প্রকাশিত ভারতীয় ক্রিকেটারদের নিয়ে একটি ব্যঙ্গচিত্র যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা পড়ে। এই ব্যঙ্গচিত্র ভারতীয় ক্রিকেটের জন্য ‘চূড়ান্ত অপমান’ বলেছে কেউ কেউ। 
সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী মন্তব্য করেছেন ‘স্টুপিড অ্যাড’ হিসেবে।
সোমবার (২৯ জুন) দৈনিক প্রথম আলো তাদের সাপ্তাহিক ব্যঙ্গ ম্যাগাজিন রস + আলোতে সাত ভারতীয় ক্রিকেটার ও বাংলাদেশের নতুন সেনসেশন মুস্তাফিজকে নিয়ে ব্যঙ্গচিত্রটি প্রকাশ করে। 
এতে দেখা যায়, ভারতীয় সাত ক্রিকেটার অর্ধমুণ্ডিত হয়ে একটি সেলুনের সামনে দাঁড়িয়ে আছেন। তাদের মাথার উপর বিজ্ঞাপন বোর্ডে ওই সাতজনকে স্লোয়ার আর কাটারে পরাস্ত করা মুস্তাফিজ। তাতে লেখা আছে, এখানে বাংলাদেশে প্রস্তুতকৃত মুস্তাফিজ কাটার পাওয়া যায়।
নিচে দাঁড়িয়ে থাকা ভারতীয় ক্রিকেটাররা ‘আমরা ব্যবহার করেছি, আপনিও করুন!’ লেখা ব্যানার ধরে দাঁড়িয়ে আছেন। 
এটিকেই ভারতীয় ক্রিকেটের জন্য চূড়ান্ত অপমানের বলে মন্তব্য করেছে ভারতের শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়াসহ এনডিটিভি এবং হিন্দুস্তান টাইমসের মতো শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলো। 
এই বিষয় নিয়ে সমালোচনামুখর প্রতিবেদন ছাপানো হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।

বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.