সাময়িকী.কম : প্রায় এক মাসের ক্রিকেট সফরে বাংলাদেশে পৌঁছেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। 
মঙ্গলবার (৩০ জুন) বিকাল ৫টা ৪৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দল। সফরে দু’টি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে দু'দল। 
আগামী ৩ জুলাই ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এবারের বাংলাদেশ পর্ব। ৫ ও ৭ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি টি-২০।
১০ জুলাই মিরপুরে অনুষ্ঠিত দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। তার পরে ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
এরপর ২১ জুলাই সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে। আর আগামী ৩০ জুলাই মিরপুরে সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়াবে।
২০০৭ বিশ্বকাপে একমাত্র জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠে নামবে টাইগাররা। ভারত এবং পাকিস্তানের বিপক্ষে পর পর দুটি সিরিজ জয়ে আত্মবিশ্বাসে এগিয়ে থেকেই মাঠে নামবে মাশরাফিরা। 
উল্লেখ্য, এর আগে মোট ১৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা। 
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.