সাময়িকী.কম

ঢাকা, ২১ জুলাই : ঈদ উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি ইমিগ্রেশন চেক পোষ্টে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার, সিইও ও স্থানীয় কোম্পানি কমান্ডার পর্যায়ে মিষ্টি বিনিময় করা হয়েছে। বিজিবি হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি  কমান্ডার নায়েক সুবেদার আব্দুর জোব্বার ও ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর ইন্দ্রজিত পঙ্কজ এ মিষ্টি বিনিময় করেন। উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্য বিরাজমান সৌহাদ্যপূর্ণ সম্পর্কের নিদর্শন স্বরূপ এ উদ্যোগ গ্রহণ করা হয়। 
নায়েক সুবেদার আব্দুল জোব্বার জানান, বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান, জয়পুরহাট-৩ ব্যাটালিয়নের সিইও লে.কর্নেল আব্দুর রাজ্জাক তরফদার, ফুলবাড়ি-২৯ ব্যাটালিয়নের সিইও লে. কর্নেল কোরবান আলী ও হিলি আইসিপি বিওপির পক্ষে বিএসফ রায়গঞ্জ সেক্টরের ডিআইজি (সেক্টর কমান্ডার) বিগ্রেডিয়ার জেনারেল এএস পানোয়ালের, প্রতিরাম ৭৫ ব্যাটালিয়নের সিইও একে শ্রীবাস্তব, প্রতিরাম ১৯৯ ব্যাটালিয়নের সিইও সঞ্জয় বার্মা ও ভারত হিলি বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডারের উদ্দেশ্যে ৪ প্যাকেট মিষ্টি উপহার দেন। এর আগে শুক্রবার বিএসএফের পক্ষ থেকেও ৪ প্যাকেট মিষ্টি উপহার দেয়া হয়। 

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.