ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি |
শুক্রবার ২৪ জুলাই : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রতি মাসে টেলিফোন বিল পাঁচ লাখ ছয় হাজার রুপি দেন বলে জানা গেছে। সম্প্রতি তথ্য অধিকার আইনে (আরটিআই) দেশটির গুরুত্বপূর্ণ ভবনের বিভিন্ন হিসেব জানতে চান মনসুর দরবেশ নামের এক ব্যক্তি। দেশটির রাষ্ট্রপতি ভবনের প্রেস সচিব রোববার দুপুরে ই-মেইলের মাধ্যমে মনসুরের কিছু প্রশ্নের জবাব দেন।
মনসুর দরবেশ জানান, চলতি বছরের মে এবং এপ্রিলে ভারতের রাষ্ট্রপতির টেলিফোন বিল এসেছে পাঁচ লাখ ছয় হাজার রুপি। এছাড়া মার্চে চার লাখ ২৫ হাজার রুপি বিল আসে। উল্লেখ্য, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরে কতজন সঙ্গী ছিলেন এবং সফরে তার ব্যয়ের পরিমাণ জানতে চেয়ে প্রথম খবরের শিরোনামে আসেন মনসুর দরবেশ।