সাময়িকী.কম

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানিয়েছে, তারা প্রায় পৃথিবীর সমান আকৃতির একটি গ্রহ খুঁজে পেয়েছে যেটির পরিবেশ অনেকটা পৃথিবীর মতই।
নতুন এই গ্রহটির নাম দেয়া হয়েছে কেপলার ফোর-ফাইভ-টু-বি।
বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহটি কেবল আকারের দিক থেকেই নয়, আরও অনেক দিক থেকেই আমাদের পৃথিবীর মত।
পৃথিবী যে দূরত্ব থেকে সূর্যকে পরিভ্রমণ করে, এই নতুন গ্রহটির অবস্থানও এর সূর্য থেকে সেই দূরত্বে। ফলে এটি খুব বেশি গরম বা ঠান্ডা নয়।
বিজ্ঞানীরা বলছেন, এর ফলে এই গ্রহে পানি থাকার মত উপযোগী পরিবেশ আছে, যা প্রাণের উন্মেষ ঘটার জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান।
ছয় বছর আগে উৎক্ষেপন করা কেপলার টেলিস্কোপ দিয়ে এই গ্রহটি খুঁজে পাওয়া যায়।
কেপলার টেলিস্কোপ এ পর্যন্ত পৃথিবীর সঙ্গে সাদৃশ্য আছে এরকম অন্তত চার হাজার গ্রহ খুঁজে পেয়েছে। কিন্তু এর মধ্যে এই নতুন গ্রহ “কেপলার ফোর-ফাইভ-টু-বি”র সঙ্গেই পৃথিবীর সবচেয়ে বেশি মিল খুঁজে পাওয়া গেছে।
পৃথিবী থেকে এই গ্রহটি এক হাজার চারশো আলোকবর্ষ দূরে। সূত্র : বিবিসি।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.