বিশ্ব সাহিত্য
বই বিক্রেতাপ্রতিষ্ঠান পিটার হ্যারিংটন নতুন ক্যাটালগ খুলেছে। সাহিত্যের কালজয়ী সব গ্রন্থের আদি কপি হাতে পাওয়া কোনো কোনো পাঠকের জন্য দারুণ ব্যাপার হতে পারে। সে কথা বিবেচনায় রেখে এ প্রতিষ্ঠান সর্বোচ্চ দাম হাঁকিয়েছে এ বইগুলোর। এত দাম দিয়ে কোনো পাঠক বই কেনার সিদ্ধান্ত নিয়ে থাকলে তাঁর জন্য এটা সুবর্ণ সুযোগই বলা যায়।
লন্ডনের ডোভার স্ট্রিট, মেফেয়ার ও ফুলহ্যাম রোডে আয়োজন করা হয়েছে এসব বিরল বইয়ের। কোনো কোনো বইয়ের দাম সাধারণ কোনো বাড়ির দামের সমান। সেখানে আছে জেমস জয়েসের 'ইউলসিস'-এর প্রথম সংস্করণের কপি, দাম হাঁকা হয়েছে দুই লাখ ৫০ হাজার পাউন্ড।
টমাস মুরের 'ইউটোপিয়া'র দাম ধরা হয়েছে তিন লাখ ৫০ হাজার পাউন্ড। তাদের ক্যাটালগে গ্রাহাম গ্রিনের 'রিউমার অ্যাট নাইটফল' আছে। ২০ শতকের প্রথমার্ধের উপন্যাসের প্রতি টান যাঁদের, তাঁরা এটি সংগ্রহ করার জন্য উন্মুখ হবেন নিশ্চয়ই। এটির দাম রাখা হয়েছে ৪৫ হাজার পাউন্ড। আর্নেস্ট হেমিংওয়ের 'উইনার টেকস নাথিং'ও আছে এখানে। বইটিতে হেমিংওয়ের নিজের হাতের অভিলিখন রয়েছে তাঁর দ্বিতীয় স্ত্রীর জন্য। এ বইয়ের দাম ধরা হয়েছে ৪২ হাজার ৫০০ পাউন্ড।