সাময়িকী.কম
ঢাকা : আসন্ন কোরবানির ঈদে রাস্তায়-বাড়িতে যেখানে-সেখানে পশু জবাই নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
ছবি : সংগৃহীত। |
ঢাকা : আসন্ন কোরবানির ঈদে রাস্তায়-বাড়িতে যেখানে-সেখানে পশু জবাই নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার।
দেশের সবগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় নির্দিষ্ট কিছু খোলা জায়গা বেছে সেখানে কোরবানি দেওয়ার মত উপযোগী করে তুলতে। এব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে।
মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক বলেন, বাংলাদেশে যে ১১টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভা রয়েছে, সেগুলোর মেয়র এবং কাউন্সিলররা ঠিক করবেন কোথায় কোথায় কোরবানির পশু জবাই করা যাবে। তিনি বলেন, ‘এটা স্কুলের মাঠ হতে পারে, পরিত্যক্ত কোন জায়গা হতে পারে। কোন অফিসিয়াল এরিয়ার একটা কম্পাউন্ড হতে পারে। লোকজনকে একটা নির্দিষ্ট স্থানে পশু নিয়ে সেখানে কোরবানি দিতে হবে।’
তবে আবদুল মালেক বলেন, সরকারের এই উদ্যোগ বাধ্যতামূলক কিছু নয়। কিন্তু তারা মানুষকে উদ্বুদ্ধ করছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে যাতে শহরের পরিবেশ সুন্দর থাকে, বর্জ্য অপসারণের কাজ সহজ হয়্।
তিনি জানান, এজন্যে মসজিদের ইমামদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে।