যতই তাঁরা পশ্চিমি পোশাকের ধারা অনুসরণ করুন না কেন, একটা কথা কিন্তু নিঃসন্দেহে সত্যি। কিছু ওয়েস্টার্ন ওয়্যার আমাদের বলিউডের প্রিয়ঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন বা করিনা কপূরদের একেবারেই মানায় না। তবুও এই সেলিব্রিটিরা কিছুতেই পিছপা নন। তাঁদের কার্ভি ফিগার বা ভারতীয় চেহারা সত্ত্বেও ক্যারি করছেন এই পোশাকগুলো
‘বীর’-এর নায়িকা জারিন খান-কেই দেখুন। তাঁর কার্ভি শরীরে টি আর শিয়ার ব্লাউজের স্টাইলটা
একেবারেই বেমানান লাগছে।যদিও জারিনকে দেখে সেটা বোঝার উপায় নেই।
একজন নতুন স্টাইলিস্ট-এর কিন্তু সত্যিই খুব প্রয়োজন জারিনের জন্য। কী বলেন?
একেবারেই বেমানান লাগছে।যদিও জারিনকে দেখে সেটা বোঝার উপায় নেই।
একজন নতুন স্টাইলিস্ট-এর কিন্তু সত্যিই খুব প্রয়োজন জারিনের জন্য। কী বলেন?
অনেকেই হয়তো জানেন না অভিনেত্রী সোনাক্ষী সিংহ বলিউডে আসার আগে ফ্যাশন ডিজাইনার হতে চেয়েছিলেন।
তা সত্ত্বেও সোনাক্ষীর ড্রেসিং সেন্স মাঝেমধ্যেই প্রশ্ন তুলে দেয়।এই যেমন সেদিন এক পার্টিতে তাঁকে দেখা গেল
জিপারড্ ডেনিম জাম্পস্যুটে। ঠিক তার পরেই তিনি পরেছিলেন একটা টায়ার্ড গাউন।
দেখে মনে হচ্ছিল এই বুঝি সেটা খুলে পড়ল।
তা সত্ত্বেও সোনাক্ষীর ড্রেসিং সেন্স মাঝেমধ্যেই প্রশ্ন তুলে দেয়।এই যেমন সেদিন এক পার্টিতে তাঁকে দেখা গেল
জিপারড্ ডেনিম জাম্পস্যুটে। ঠিক তার পরেই তিনি পরেছিলেন একটা টায়ার্ড গাউন।
দেখে মনে হচ্ছিল এই বুঝি সেটা খুলে পড়ল।
রিহানার টোনড শরীরে স্বচ্ছ পোশাকের সৌন্দর্য অভিনব! অ্যাক্সেসরি হিসেবে রয়েছে
শুধু একটা কালো রঙের ব্রেসলেট আর স্বচ্ছ হেড-গিয়ার।
কিন্তু এমন একটা দুঃসাহসী ফ্যাশন স্টেটমেন্ট রিহানার পক্ষেই নেওয়া সম্ভব।
ভাবুন তো বলিউডের নায়িকাদের এমন একটা পোশাকে! নাহ্, খুব সাহসী চিন্তা... কী বলেন?
শুধু একটা কালো রঙের ব্রেসলেট আর স্বচ্ছ হেড-গিয়ার।
কিন্তু এমন একটা দুঃসাহসী ফ্যাশন স্টেটমেন্ট রিহানার পক্ষেই নেওয়া সম্ভব।
ভাবুন তো বলিউডের নায়িকাদের এমন একটা পোশাকে! নাহ্, খুব সাহসী চিন্তা... কী বলেন?
সাদা রঙের শিমারি সুইমস্যুট, ফার জ্যাকেট আর সাদা হিল জুতোতে রেড কার্পেটে যে এ রকম ফ্যাশন স্টেটমেন্ট
নিয়ে আসা যায় তা মিলি সাইরাসকে না দেখলে বোঝা দায়! মিলি তাঁর এই অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টে যে ভাবে
নজর কেড়েছেন, তা বলিউডের প্রিয়ঙ্কা চোপড়ার মতো ফ্যাশনিস্তার পক্ষেও ক্যারি করা যথেষ্ট কঠিন।
নিয়ে আসা যায় তা মিলি সাইরাসকে না দেখলে বোঝা দায়! মিলি তাঁর এই অদ্ভুত ফ্যাশন স্টেটমেন্টে যে ভাবে
নজর কেড়েছেন, তা বলিউডের প্রিয়ঙ্কা চোপড়ার মতো ফ্যাশনিস্তার পক্ষেও ক্যারি করা যথেষ্ট কঠিন।
নেহা ধুপিয়ার রক অ্যান রোল স্টাইলটা কিন্তু বেশ। অন্য রকম একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্যারি করার
চেষ্টা করেন তিনি অধিকাংশ সময়। কিন্তু ফ্যাশন সচেতন মাত্রেই বুঝতে পারবেন নেহার পোশাকগুলো
মোটেই ইন্সপায়ারিং নয়। তাঁরও কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একজন স্টাইলিস্টের খুব দরকার... সূত্র : আনন্দবাজার।
চেষ্টা করেন তিনি অধিকাংশ সময়। কিন্তু ফ্যাশন সচেতন মাত্রেই বুঝতে পারবেন নেহার পোশাকগুলো
মোটেই ইন্সপায়ারিং নয়। তাঁরও কিন্তু খুব তাড়াতাড়ি নতুন একজন স্টাইলিস্টের খুব দরকার... সূত্র : আনন্দবাজার।