বিশ্ব সাহিত্য
সাময়িকী.কম : ব্রিটেনের প্রাচীনতম সাহিত্য পুরস্কার 'জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড' পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত লেখক জিয়া হায়দার রহমান। উপন্যাস 'ইন দ্য লাইট অব হোয়াট উই নো'-এর জন্য গত ১৭ আগস্ট এডিনবার্গ আন্তর্জাতিক গ্রন্থ উৎসবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়। 'জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ড' পুরস্কার কমিটির সভাপতি রান্দাল স্টিভেনসন বলেছেন, 'আফগান যুদ্ধ, মৌলবাদের উত্থান, ব্যাংকিং সংকট, রাজনীতি ও অর্থনীতির সমস্যাগুলো গল্পে তুলে এনেছেন জিয়া।' তাঁর এই উপন্যাসে উঠে এসেছে অভিবাসী এক যুদ্ধশিশুর কাহিনী। শৈশবে যে মাকে দেখলেও কিছুই মনে নেই। তবে এটুকু মনে আছে সেটা সিলেটের এক প্রত্যন্ত গ্রাম। নায়ক জাফর বইটিতে তার এক বন্ধুর জীবনের বর্ণনা দেন। জাফর বাংলাদেশের যুদ্ধশিশু এবং তার বন্ধু সাবেক পাকিস্তানী রাষ্ট্রদূতের নাতি। তাদের দেখা হয় লন্ডনে বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়। জাফরের স্থান কোথাও নেই, না নিজ মাতৃভূমিতে, না পরভূমিতে, না প্রেমিকার কাছে। দীর্ঘ এক 'ঠিকানাহীন' জীবন যাপন করছে সে। এটাই এক অনাবাসীর জগৎ ও জীবন। গল্পটি লেখক বলে গেছেন ৫০০ পৃষ্ঠা ধরে। দুই বন্ধুর শ্রেণিবৈষম্যের মধ্য দিয়ে বইটিতে ফুটে ওঠেছে দুই অভিবাসীর জীবনের গল্প।