আবু বকর হারুন
সাময়িকী.কম

খোকন সোনার ঘুম আসে না
বলবে এটা কাকে?
ঘুম পড়ানো মাসী পিসি তাইতো
মা রোজ ডাকে !

ঘুমের সময় ঘুম না এলে
মন্দ খবর খুব,
রুমাল চেপে ঘুম পড়ানো
এইটা কেমন রূপ?

ঘুম পড়িয়ে তরতরিয়ে
পকেট করে ফাঁকা,
ব্যগ,পকেটে হাতড়ে খোঁজে
মোবাইল ঘড়ি টাকা।

মিঠা মিঠা রসের আলাপ
আহ কি মজার গপ্পরে !
গপ্প শেষে যাচ্ছি ফেঁসে
মলম পার্টির খপ্পরে।
বিভাগ: ,

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.