এ কিউ এম নিজাম ঊদ্দিন
সাময়িকী.কম


বসুন্ধরার তীক্ষ্ণ পথে
আমি একলা পথিক ভাই
র্দুগম জনহীন পথে মোর
সাথী কেউ নাই।
ঐ তেপান্তরে
দেখছি মশাল
জ্বলছে আলো
ভাবছি -
সেই আলোতে কি
আলোকিত হবে অভাগারর জীবন?
সেই আলোতে কি
আলোকিত হবে বাঙ্গলার ভূবণ?
মনে অভিলাষ নিয়ে
দুর্গম পথ ডিঙ্গয়ে
গেলাম তেপান্তরে,
তখন-
নিবু-নিবু করছে মশাল
অনাকাংখিত ঝড়ে।।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.