শায়মা জাহান তিথি
সাময়িকী.কম
এই অজানা-অচেনা তুমি,
আমার জীবনে এসে;
বদলে দিলে হৃদয়েরই ভূমি,
ফেললাম ভালোবেসে।
দিন-রজনী যায় যে চলে
তোমায় ভেবে ভেবে,
তোমায় ভেবেই রাত্রি নামে,
দিনের আলো নেবে।
নিঃশব্দে নীরবে ভেসে যাব
স্রোতের তরী বেয়ে,
সঙ্গে স্রোত নাইবা আসুক,
কী-ই বা যায় তাতে!
নিঃসঙ্গ এ আমি –
স্রোতের আসায় ভাসাইনি তো-
দামী নৌকা খানি!!