সাময়িকী.কম


"সময়ের প্রয়োজনে, জেগে উঠি প্রাণপনে"- এই মূলমন্ত্রকে ধারণ করে একে একে চারটি সফল কার্য বছর অতিক্রম করে সমাজের জন্য জাগরণ- সজজা পদার্পণ করতে যাচ্ছে ৫ম বছরে। সেই সাথে সজজা'র অন্যতম কর্মসূচি 'অনির্বান' -এর শ্রুতিলেখক সম্মাননা উপলক্ষে আগামী ১৯ মে আয়োজন করা হয়েছে সজজা'র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও 'অনির্বান' -এর শ্রুতিলেখক সম্মাননা অনুষ্ঠান।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে সজজা'র নবীন সদস্যদেরকেও বরণ করে নেওয়া হবে বলে সংস্থাটি জানিয়েছে।
উক্ত অনুষ্ঠানে সজজা'র সকল সদস্য, শ্রুতিলেখক ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে।
বিভাগ:

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.