সাময়িকী.কম
মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ গানের চেয়ে বেশি আলোচনায় আছেন তার বর্তমান প্রেমের কারণে। নতুন গান আসছে সেলেনার, কিন্তু ও নিয়ে মাথাব্যথা নেই ভক্তদের। তাদের মধ্যে সাড়া পড়েছে নতুন গানের কথা শুনে। গানের শিরোনাম ‘ব্যাড লায়ার’। আর তা শুনেই ভক্তরা ভাবছেন, সাবেক প্রেমিক জাস্টিন বিবারকে উদ্দেশ্য করেই লেখা হয়েছে সেলেনার নতুন গানটি।

জাস্টিন বিবারের সঙ্গে সেলেনা গোমেজ। ছবি: সংগৃহীত
২০১১ থেকে ২০১৬ পর্যন্ত প্রেম ছিল বিবার ও সেলেনার। গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত প্রকাশ্যে ঝগড়া করেছেন দুজন। এরপর বিবার তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেন, ওদিকে সেলেনা অসুস্থ হয়ে ভর্তি হন রিহাবে। সম্প্রতি সেলেনা ফিরেছেন স্বাভাবিক জীবনে। নতুন প্রেমের সঙ্গে নতুন গান নিয়ে এসেছেন তিনি। আর গানে বিরহ থাকায় সবাই বিবারের প্রসঙ্গ টানছেন বারবার।
তবে এবারই প্রথম যে বিবারকে নিয়ে গান গেয়েছেন সেলেনা, তা নয়। এর আগেও একটি গান বিবারকে উদ্দেশ্য করে তৈরি করেছিলেন সেলেনা। কিন্তু সেস্ময় সেলেনা ছিলেন বিরহের আবহে। এখন তার জীবনে এসেছে নতুন প্রেম, সেই সঙ্গে এসেছে আনন্দ ও উচ্ছ্বাস। আর তাই তিনি তার গানে প্রাক্তনকে উল্লেখ করবেন, একথা বলাই বাহুল্য!
সূত্র- ডেকান ক্রনিকলস

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.