ভারতের লোকসভা নির্বাচনের আগেই হয়তো সেদেশের সংখ্যালঘু মুসলিম ও মুসলিম নেতারা বুঝতে পেরেছিলেন, এবার ক্ষমতায় আসছেন কট্টর হিন্দুত্ববাদী নেতা নরেন্দ্র মোদি। আর তাই তারা ছুটে গেছেন মোদির কাছে।
গত ১৮ এপ্রিল নির্বাচনী প্রচারণাকালীন সময়ে ‘নিউইয়র্ক টাইমস দেখালো নরেন্দ্র মোদির অধীনে মুসলিমদের বাস্তবতা’ শীর্ষক এক সংবাদে ইণ্ডিলেন্স জানায় ভারতের লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসার আশঙ্কায় ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে সেখানের সংখ্যালঘু মুসলিম ও মুসলিম নেতারা।
প্রকাশিত সংবাদটির সাথে একটি ছবিও প্রকাশ করা হয় সে সময়, যেখানে দেখা গেছে- মোদিকে কদমবুচি করছেন কতিপয় মুসলিম নেতা। ছবিতে ওই নেতাদের চেহারায় মোদির আশীর্বাদ প্রাপ্তির আকুলতা স্পষ্ট ফুটে ওঠে।
অবশ্য কোনো কোনো সংবাদমাধ্যম বলছে- যেসকল নেতা মোদির আশীর্বাদ পেতে তাঁর দ্বারপ্রান্তে ছুটে গেছেন, তারা মূলত ‘জামায়াতে ইসলাম হিন্দ্’ নেতা।
তবে সর্বপ্রথম টাইমস অব ইণ্ডিয়া ছবিটি প্রকাশ করেছিল ১৯ সেপ্টেম্বর, ২০১১ তারিখে অর্থাৎ ছবিটি পুরনো, তবে তা নতুনভাবে আলোচনায় তুলে এনেছে ‘ইণ্ডিলেন্স’।
অনেকে বলছেন, কোনো দুরভিসন্ধি থেকেই এমন কাজ করেছিল সংবাদমাধ্যমটি।
সতর্কতা: এই ছবিটি প্রকাশ করে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছে একটি বিশেষ মহল।

Author Name

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.